স্মার্টফোনের যুগে আমরা কতটা স্মার্ট? এক সময় মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে মুখ ধুত। আর এখন? ঘুম থেকে উঠে প্রথমে ফেসবুক, ইউটিউব, নোটিফিকেশন —তারপর মুখ ধোয়া স্মার্টফোন আমাদের জীবন এতটাই স্মার্ট করে ফেলেছে যে, এখন ফোন ছাড়া মানুষ নিজেকে আধা মানুষ মনে করে।
⏰ অ্যালার্ম বনাম মানুষ সকালে অ্যালার্ম বাজে।আমরা বলি “আর ৫ মিনিট।” , এই “৫ মিনিট”ই পৃথিবীর সবচেয়ে লম্বা সময়— কারণ হঠাৎ করেই সেটা ১ ঘণ্টা হয়ে যায়! ⏳😴 অ্যালার্ম বন্ধ করার সময় আমরা এমন দক্ষ হয়ে যাই, যে পরে মনে থাকে না— 👉 অ্যালার্ম বন্ধ করেছি নাকি জীবনটাই! 😂
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন