সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান
আজকাল মানুষ এতটাই ফাও কথা বলে।

 যে,

 তাকে তা করতে বললে 

তখন ,

সে তা পারে নাহ।

কি এক আজব কাহিনি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

   স্মার্টফোনের যুগে আমরা কতটা স্মার্ট?  এক সময় মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে মুখ ধুত। আর এখন?  ঘুম থেকে উঠে প্রথমে ফেসবুক, ইউটিউব, নোটিফিকেশন —তারপর মুখ ধোয়া  স্মার্টফোন আমাদের জীবন এতটাই স্মার্ট করে ফেলেছে যে, এখন ফোন ছাড়া মানুষ নিজেকে আধা মানুষ মনে করে।
  ⏰ অ্যালার্ম বনাম মানুষ সকালে অ্যালার্ম বাজে।আমরা বলি “আর ৫ মিনিট।” , এই “৫ মিনিট”ই পৃথিবীর সবচেয়ে লম্বা সময়— কারণ হঠাৎ করেই সেটা ১ ঘণ্টা হয়ে যায়! ⏳😴 অ্যালার্ম বন্ধ করার সময় আমরা এমন দক্ষ হয়ে যাই, যে পরে মনে থাকে না— 👉 অ্যালার্ম বন্ধ করেছি নাকি জীবনটাই! 😂
  📱 ফোন থাকলে কাজের দরকার নেই আগে মানুষ সময় কাটাত গল্প করে। এখন মানুষ সময় কাটায় ফোনে— খাবার সামনে ঠান্ডা হয়ে যায়, কিন্তু রিলস দেখা বন্ধ হয় না 🤭 মজার ব্যাপার হলো— ফোন ছাড়া আমরা এক মিনিট থাকতে পারি না, কিন্তু ফোন চার্জে দিতে আমরা সবাই অলস! 🔋😅